স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে চায় উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ
কলকাতা, ৮ মে, (হি.স.): উচ্চ মাধ্যমিকে এবারের মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ
স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে চায় উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ


কলকাতা, ৮ মে, (হি.স.): উচ্চ মাধ্যমিকে এবারের মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্যদীপ সাহা। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের নিরিখে যা ৯৯।

দু’বছর আগে মাধ্যমিকে ২০ তম স্থান পেয়েছিল বারাসাতের সৌম্যদীপ। এবার একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসা স্বপ্নের মতো বলে জানিয়েছে নরেন্দ্রপুর মিশনের এই কৃতী পড়ুয়া।

সাক্ষাৎকারে সৌম্যদীপ জানিয়েছে, স্ট্যাটিসটিক্স নিয়ে স্নাতকের পাঠ্যক্রমে ভর্তি হতে চায় সে। ‘মাধ্যমিকের সময় থেকেই এই স্বপ্ন দেখেছিলাম। আর আমার ফ্রেন্ড-ফিলোজফার গাইড হল দাদাভাই। ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে। তাঁর থেকেই স্ট্যাটিসটিক্স নিয়ে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি।’ ফল প্রকাশের পর জানিয়েছে সৌম্যদীপ।

সৌম্যদীপের কথায়, ‘কোনও নির্দিষ্ট বাঁধা গৎ মেনে যে লেখা পড়া চালিয়েছি, এমনটা নয়। মাধ্যমিকের পর আরও বেশি সিরিয়াস ছিলাম। বেশি পরিশ্রম করেছি। তবে বন্ধুদের সঙ্গে আড্ডা-মজা – এসবও চলেছে সমান তালেই।’

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande