তিনদিন ধরে বিদ্যুৎ নেই ধর্মনগরের বিভিন্ন এলাকায়, বিঘ্নিত পানীয় জল সরবরাহ, দুর্ভোগ চরমে
ধর্মনগর (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে উত্তর ত্রিপু
তিনদিন ধরে বিদ্যুৎ নেই ধর্মনগরের বিভিন্ন এলাকায়, বিঘ্নিত পানীয় জল সরবরাহ, দুর্ভোগ চরমে


ধর্মনগর (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও যুবরাজনগরের বিভিন্ন এলাকায়৷ রবিবার তুফানে বহু বিদ্যুতের খুঁটি ভূপতিত হয়েছে৷ চারদিন অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি৷ ফলে এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ ব্যবস্থাও প্রভাবিত হয়েছে৷ জল নেই। দূরদূরান্ত থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে এলাকার লোকজনকে৷

জানা গিয়েছে, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন হাফলং পঞ্চায়েতের বীরেশ পাড়া এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি৷ গ্রামের রাস্তায় এখনও পড়ে রয়েছে বহু বিদ্যুতের খুঁটি৷ এলাকার লোকজন গোটা বিষয়টি বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মকর্তাদের অবহিত করেছে কিন্তু, চারদিন অতিক্রান্ত হতে চলেছে এখনও বিদ্যুতের ভেঙে পড়া খুঁটি সেখান থেকে সরানোর কোন উদ্যোগ নেই৷ তাছাড়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক কবে হবে সে ব্যাপারেও নিশ্চয়তা নেই৷ একদিকে গরম অন্যদিকে পানীয় জলের জন্য দূর দূরান্তে দৌড়ঝাঁপ করতে হচ্ছে এলাকাবাসীর৷

বিদ্যুৎ নিগমের এক আধিকারিক জানিয়েছেন, রবিবারের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে৷ বহু খুঁটি ভূপতিত হয়েছে৷ সেই সব খুঁটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে যুবরাজনগর এবং ধর্মনগরে অতিরিক্ত খুঁটি মজুত নেই৷ আমবাসা থেকে আনতে হচ্ছে৷ তাই কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে৷ তবে আগামী দু–তিন দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ নিগমের ওই আধিকারিক৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ




 

 rajesh pande