৪১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন
ক্যানিং, ৮ মে (হি. স.) : পোলট্রি ব্যবসার ৪১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কোম্পানির তিন কর্মচারীর বির
৪১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন


ক্যানিং, ৮ মে (হি. স.) : পোলট্রি ব্যবসার ৪১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কোম্পানির তিন কর্মচারীর বিরুদ্ধে। ক্যানিং থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের নাম সৌরভ বিশ্বাস, সৌভিক ঘোষ ও শিক্তা বালা। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও তল্লাশি করতে চাইছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পোলট্রি চাষের একটি কোম্পানির শাখা অফিস রয়েছে ক্যানিংয়ে। কোম্পানির তিন কর্মী সেই অফিসের হিসেব নিকেশ গড়মিল করেছে বলে অভিযোগ মালিক পক্ষের। ৪১ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ ওই তিন কর্মীর বিরুদ্ধে। এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার /পার্সতি




 

 rajesh pande