বিজেপির নেতা-কর্মীকে খুন করে তৃণমূলের কাঁধে দোষ চাপানোর আশঙ্কা দেবের
বীরভূম, ৮ মে (হি.স.) : বুধবার ফের কেশপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দে
বিজেপির নেতা-কর্মীকে খুন করে তৃণমূলের কাঁধে দোষ চাপানোর আশঙ্কা দেবের


বীরভূম, ৮ মে (হি.স.) : বুধবার ফের কেশপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব। বলেন, বিজেপি কেশপুরে জেতার জন্য মরিয়া হয়ে গিয়েছে। ওরা যা কিছু করতে পারে। বিজেপির নেতা-কর্মীকে খুন করে তৃণমূলের কাঁধে দোষ চাপানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি।

ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। পরিস্থিতি আয়ত্তে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে কেশপুরে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেব। বলেছিলেন, বিজেপি মরিয়া হয়ে গিয়েছে জেতার জন্য। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপির নেতা-কর্মীকে খুন করা হতে পারে। রাজনৈতিক কারণে নিজেদের কর্মীদের খুন করে দোষ চাপানো হতে পারে তৃণমূলের কাঁধে।

দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বুধবার দেবের সিউড়ির সভাতেও ফের উঠে এল কেশপুর প্রসঙ্গ। এদিন দেব ফের বললেন, কেশপুরে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে গিয়েছে বিজেপি। ওরা যা কিছু করতে পারে। বড়সড় অশান্তির আশঙ্কা প্রকাশ করেন দেব। দেব এদিন জানান, ইতিমধ্যেই তিনি এবিষয়ে প্রশাসনকে জানিয়েছেন। যাতে মানুষের কোনও ক্ষতি না হয় সেদিকে তাঁদের নজর রয়েছে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande