হাফলঙে দুই উপজাতি নাবালিকাকে অপহরণের চেষ্টা, কঠোর ভাষায় নিন্দা বিশ্বহিন্দু মহাসংঘ-এর
অভিযুক্ত ফারিজ ও তার সাঙ্গোপাঙ্গদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হাফলং (অসম), ৮ মে (হি.স
হাফলঙে দুই উপজাতি নাবালিকাকে অপহরণের চেষ্টা, কঠোর ভাষায় নিন্দা বিশ্বহিন্দু মহাসংঘ-এর


অভিযুক্ত ফারিজ ও তার সাঙ্গোপাঙ্গদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

হাফলং (অসম), ৮ মে (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সদর শহর হাফলঙে ফারিজ উদ্দিন মজুমদার এবং তার সাঙ্গোপাঙ্গরা দুই উপজাতি নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে যে অপহরণের চেষ্টা চালিয়ে ছিল তার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে বিশ্বহিন্দু মহাসংঘ-এর ডিমা হাসাও জেলা কমিটি।

এক প্রেস বিবৃতিযোগে বিশ্বহিন্দু মহাসংঘের ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি কালিয়েন দাওলাগাপু ও সাধারণ সম্পাদক বিপ্লব দেব জানিয়েছেন, গত ৪ মে রাত প্ৰায় সাড়ে আটটা নাগাদ হাফলঙে ব্যাংক অব ইন্ডিয়ার সামনে দুই উপজাতি নাবালিকাকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে অসৎ উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালিয়েছিল ফারিজ উদ্দিন মজুমদার ও তার সহযোগীরা। সে সময় ওই রাস্তা দিয়ে কয়েকজন যুবক যাচ্ছিলেন। তাঁরা ঘটনাটি দেখে এতে বাধা দিলে ফারিজ উদ্দিন ও তার সহযোগীরা ওই যুবকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন যুবক আহত হয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, ডিমা হাসাও জেলায় শান্তির পরিবেশ বিরাজ করছে। এমতাবস্থায় এ ধরনের অপরাধজনিত ঘটনা পাহাড়ে শান্তি বিনষ্ট করতে পারে। তাই সংগঠিত ওই ঘটনার সঙ্গে জড়িত ফারিজ উদ্দিন মজুমদার সহ তার সহযোগীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্বহিন্দু মহাসংঘ-এর ডিমা হাসাও জেলা কমিটি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে দিকে দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কালিয়েন দাওলাগাপু।

প্রেস বিবৃতিতে কালিয়েন দাওলাগাপু ও বিপ্লব দেব ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে সাম্প্রদায়িক রঙ না চড়ান, এই আহ্বান জানিয়ে সবাইকে শান্তি-সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অপরাধীদের কোনও জাতি ধর্ম হয় না বলে প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন বিশ্বহিন্দু মহাসংঘের ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি কালিয়েন দাওলাগাপু ও সাধারণ সম্পাদক বিপ্লব দেব।

হিন্দুস্থান সমাচার / নিরূপম / সমীপ




 

 rajesh pande