ফুটসালে ফিফার প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ: শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা পঞ্চম ও ভারত ১৩৫ নম্বরে
জুরিখ, ৮ মে (হি.স.): প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই শীর্ষ
fifa


জুরিখ, ৮ মে (হি.স.): প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল।

ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। এই ফুটসাল ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।ফুটসাল

ফিফার স্বীকৃতি পেয়েছে ১৯৮৯ সালে।এরপর থেকেই নিয়মিত ফুটসালের বিশ্বকাপের আসর বসছে। তবে ৩৫ বছর ফুটসালের বিশ্ব আসর চললেও এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য (১৩৯) দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি সাক্ষাৎকার করলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পেয়ে থাকে।

ফুটসালে পুরুষ বিভাগে প্রথম স্থান ব্রাজিল পেলেও দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। দুবারের চ্যাম্পিয়ন স্পেন রয়েছে তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।

ফুটসালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত আছে ১৩৫ নম্বরে।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande