কড়া নিরাপত্তার মধ্যে বুধবার মার্সেইতে পৌঁছাবে অলিম্পিক শিখা
প্যারিস, ৮ মে (হি.স.): প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ৭৯ দিন আগে কঠোর নিরাপত্তার মধ্যে বুধবা
Olympic


প্যারিস, ৮ মে (হি.স.): প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ৭৯ দিন আগে কঠোর নিরাপত্তার মধ্যে বুধবার মার্সেইয়ের ওল্ড পোর্টে অলিম্পিক শিখা অলিম্পিকের মাটিতে অর্থাৎ ফরাসিতে পৌঁছানোর জন্য সবকিছু তৈরি।

এক লক্ষ পঞ্চাশ হাজার এরও বেশি লোক তিন-মাস্টেড বেলেমকে স্বাগত জানাবে এমনটাই আশা করা যাচ্ছে। উল্লেখ্য ১১ দিন আগে অর্থাৎ ২৭ এপ্রিল প্রাচীন অলিম্পিয়ায় প্রজ্বলিত হওয়ার পরে গ্রিস থেকে শিখা ছেড়েছিল।

জানা গেছে প্রায় ৬ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তারা এলাকাটি সুরক্ষিত রাখবেন যখন বেলেম ছয় ঘন্টার প্যারেডের আগে ৯টায় (স্থানীয় সময় ১১.০০) বন্দরে পৌঁছাবে।

ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, এই নিরাপত্তা নজিরবিহীন।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande