শিক্ষক-স্বল্পতার সমস্যা কাটাতে এবার একত্র-ভাবনা
কলকাতা, ৮ মে, (হি.স.): উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠনে এবার একত্র (ক্লাস্টারের) ভাবনা। যেসব স্কুলে সংশ্
শিক্ষক-স্বল্পতার সমস্যা কাটাতে এবার একত্র-ভাবনা


কলকাতা, ৮ মে, (হি.স.): উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠনে এবার একত্র (ক্লাস্টারের) ভাবনা। যেসব স্কুলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক সেই সব স্কুলের পড়ুয়াদের জন্য এমন পদ্ধতি। এক ছাদের তলায় পড়ুয়াদের নিয়ে এসে, অথবা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সেই স্কুলে পাঠিয়ে, অর্থাৎ একত্রে পড়াশোনার কথা বললেন খোদ সংসদ সভাপতি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করা হয়েছে।

বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এদিন ফল প্রকাশের পর দেখা যায় মোট পাস করা পরীক্ষার্থীর মধ্যে ৬০ শতাংশের নম্বর ৬০ শতাংশের নিচে। এরপরই জেলার স্কুলগুলিতে শিক্ষক কম থাকা নিয়ে প্রশ্ন করা সংসদ সভাপতিকে। জানতে চাওয়া হয় যেসব স্কুলে শিক্ষক নেই, সেই সব স্কুলের পড়ুয়াদের পড়াশোনা নিয়ে কী ভাবনাচিন্তা রয়েছে। তাতেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

একত্র-ভাবনার কথা বলেন।

তিনি জানান, রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের সঙ্গে কথা হয়েছে। একত্র-ভাবনায় অনেক জায়গাতেই এখন ক্লাসের ব্যবস্থা হচ্ছে। উচ্চ মাধ্যমিক স্তরে বহু বছর ধরেই শিক্ষকের ঘাটতি আছে। এত এত বিষয় রয়েছে কিন্তু বিষয় ভিত্তিক শিক্ষক ঘাটতি রয়েছে। শিক্ষা দফতরের সঙ্গে এই একত্র-ভাবনা নিয়ে কথা হয়েছে।

ধরা যাক কোনও একটা স্কুলে একটা নির্দিষ্ট বিষয়ের শিক্ষক আছে। হয়ত পাশের স্কুলে সেটা নেই। সেক্ষেত্রে একত্র-ভাবনা রূপায়ণের কথা বলা হয়েছে। একটা স্কুল থেকে পড়ুয়াদের অন্য স্কুলে নিয়ে গিয়ে বা অন্য স্কুল থেকে শিক্ষক এই স্কুলে এনে পড়ানোর ব্যবস্থাই হল এক্ষেত্রে একত্র-ভাবনা। প্রয়োজন করে কলেজের অধ্যাপকরা স্কুলে এসেও পড়াতে পারেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande