সীমান্তে গভীর রাতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
দার্জিলিং, ৮ মে, (হি.স.): মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড
সীমান্তে গভীর রাতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু


দার্জিলিং, ৮ মে, (হি.স.): মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দু’জনের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতরা বাংলাদেশের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

কাঁটাতারের বেড়া কেটে এই অনুপ্রবেশের ছক চলছিল। মৃত্যুর খবর জানতে পেরে

ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে সীমান্তের কাঁটাতারের এই পাড়ে ভিড় করেন।

তদন্তকারীদের অনুমান গরু পাচারের উদ্দেশ্যেই পাচারকারীরা এদেশে আসছিল। সেই সময়ই ঘটে এই ঘটনা। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande