দুর্যোগে উড়ল না অভিষেকের কপ্টার, ভার্চুয়াল সভার ব্যবস্থা
বীরভূম, ৯ মে, (হি.স.): আকাশ কালো করে আচমকাই প্রবল ঝড়বৃষ্টি। কলকাতা ও জেলাগুলিতে টানা কয়েকঘণ্টা ধরে
দুর্যোগে উড়ল না অভিষেকের কপ্টার, ভার্চুয়াল সভার ব্যবস্থা


বীরভূম, ৯ মে, (হি.স.): আকাশ কালো করে আচমকাই প্রবল ঝড়বৃষ্টি। কলকাতা ও জেলাগুলিতে টানা কয়েকঘণ্টা ধরে কার্যত দুর্যোগ। আর এই দুর্যোগ কাঁটা হয়ে দাঁড়াল লোকসভা ভোটের প্রচারে।

ঝড়ঝঞ্ঝার জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অন্যতম তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করতে পারল না। ফলে বাতিল হল জনসভা। তার বদলে ভারচুয়ালি ভোটের প্রচার করলেন অভিষেক।

বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বর্ধমান পূর্বের শর্মিলা সরকারের সমর্থনে জোড়া সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমটি হওয়ার কথা ছিল রামপুরহাটের বিনোদপুর মাঠে। দ্বিতীয় সভাস্থল ছিল কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠ।

কিন্তু এদিন দুপুর ১২টা থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় এবং টানা বজ্রপাত, বৃষ্টি চলতে। সেই দুর্যোগের মাঝে পড়ে অভিষেকের চপার অনেকক্ষণ অপেক্ষার পরও সভাস্থলের কাছে তৈরি হেলিপ্যাডে নামতে পারেনি। ফলে জনসভা করতে পারেন নি তিনি। তবে তার জন্য গোটা প্রচার অনুষ্ঠান বাতিল হয়নি। প্রকাশ্য জনসভার বদলে ভারচুয়ালি দলীয় প্রার্থীদের হয়ে ভোটপ্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande