দিল্লিতে বিক্ষোভ বিজেপির, কংগ্রেসের নিন্দার মুখর বীরেন্দ্র সচদেবা
নয়াদিল্লি, ৯ মে (হি.স.): স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় জনতা
কংগ্রেসের নিন্দার মুখর বীরেন্দ্র সচদেবা


নয়াদিল্লি, ৯ মে (হি.স.): স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্যাম পিত্রোদার মন্তব্যের সমালোচনা করেছেন, এবার কংগ্রেসের প্রাক্তন ওভারসিজ নেতা স্যাম পিত্রোদার গাত্রবর্ণ সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা ও দলীয় কর্মীরা বৃহস্পতিবার স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। বীরেন্দ্র সচদেবা বলেছেন, দেশকে ভাগ করার গভীর ষড়যন্ত্র করেছে কংগ্রেস। ভারতের শক্তি হল সাংস্কৃতিক বৈচিত্র্য, একতা ও অখণ্ডতা। এটা নিয়ে বর্ণবাদী মন্তব্য করে, কংগ্রেস গোটা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে। আমরা দাবি করছি রাহুল গান্ধী ক্ষমা চান, তিনি সমস্ত ভারতীয়দের অপমান করেছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande