বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
কলকাতা, ৯ মে (হি. স.): কলকাতায় ঝড়-বৃষ্টির প্রভাবে দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ন
weather


কলকাতা, ৯ মে (হি. স.): কলকাতায় ঝড়-বৃষ্টির প্রভাবে দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নেমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে কিছুটা গরম অনুভূত হবে। বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বেশিরভাগ জেলাতেই দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande