আগামী আরও কয়েকদিন বহু বিমান বাতিল, উড়ান সংস্থাকে চিঠি কেন্দ্রের
নয়াদিল্লি, ৯ মে (হি. স.): কর্মীদের গণছুটির জেরে আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন অন্তত ৪০টি করে উড়ান বা
Flight 


নয়াদিল্লি, ৯ মে (হি. স.): কর্মীদের গণছুটির জেরে আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন অন্তত ৪০টি করে উড়ান বাতিল করেছে তারা। সেই সঙ্গে কেন্দ্রের নোটিসও পৌঁছে গিয়েছে উড়ান সংস্থার কাছে। কেন এইভাবে বিমান বাতিল হচ্ছে, সেই প্রশ্নের দ্রুত জবাব দিতে হবে এয়ার ইন্ডিয়াকে।

উল্লেখ্য, সাধারণত প্রতিদিন ৩৫০ থেকে ৪০০টি বিমান চালনা করে তারা। অন্তত ২৫০টি অন্তর্দেশীয় এবং ১২০টি আন্তর্জাতিক বিমান রয়েছে। কিন্তু আপাতত সেই সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। আগামী ১৩ মে পর্যন্ত অন্তত ৪০টি বিমান বাতিল হবে প্রতিদিন। কারণ আপাতত এয়ার ইন্ডিয়ার কাছে উড়ান পরিবহনের জন্য পর্যাপ্ত কর্মী নেই।

কেন এত বিমান বাতিল হচ্ছে, সেই জবাব চেয়ে উড়ান সংস্থাকে চিঠি দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। দ্রুত জবাব দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কর্মীদের অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে শ্রমিক কমিশনও।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande