১০ মে রামলালার দর্শনে অযোধ্যায় যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি, সরযূ ঘাটে অংশ নেবেন আরতিতে
নয়াদিল্লি, ৯ মে (হি.স.): কিছু দিন আগেই অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে এসে রামলালার পূজার্চনা করেছ
সরযূ ঘাটে অংশ নেবেন


নয়াদিল্লি, ৯ মে (হি.স.): কিছু দিন আগেই অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে এসে রামলালার পূজার্চনা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই রামমন্দির এসে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রামমন্দিরে আসছেন। শুক্রবার, ১০ মে অযোধ্যা সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধানখড়।

তিনি অযোধ্যার শ্রী রামমন্দির, হনুমানগড়ি মন্দির এবং কুবের টিলা পরিদর্শন করবেন। পাশাপাশি সরযূ ঘাটে আরতিতেও অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি। সস্ত্রীক অযোধ্যা যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি। যথোচিত ধর্মীয় মর্যাদায় রামলালার পূজার্চনা করবেন তাঁরা। এ বছরের ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারপর এই প্রথম রামমন্দিরে আসছেন উপ-রাষ্ট্রপতি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande