কেজরির জামিনের বিরোধিতায় ইডি, শীর্ষ আদালতে হলফনামা দাখিল কেন্দ্রীয় সংস্থার
নয়াদিল্লি, ৯ মে (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের
কেজরির জামিনের বিরোধিতায় যদি


নয়াদিল্লি, ৯ মে (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

হলফনামায় ইডি জানিয়েছে, রাজনীতিবিদরা সাধারণ নাগরিকের চেয়ে উচ্চতর কোনও বিশেষ মর্যাদা দাবি করতে পারে না। পাশাপাশি কোনও নাগরিকের মতো অপরাধ করার জন্য গ্রেফতার ও আটক হওয়ার জন্য ততটাই দায়বদ্ধ। ইডি আরও জানিয়েছে, শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলে তা সমতার শাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক হবে। কারণ প্রতিটি নাগরিকের কাজ/ব্যবসা/পেশা অথবা কার্যকলাপ তার কাছে সমান গুরুত্বপূর্ণ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande