মোদীজি ও যোগীজির নেতৃত্বে উত্তর প্রদেশ দেশের অন্যতম প্রধান রাজ্যে উন্নীত : জে পি নাড্ডা
চিত্রকূট, ৯ মে (হি.স.): মোদীজি ও যোগীজির নেতৃত্বে উত্তর প্রদেশ দেশের অন্যতম প্রধান রাজ্যে পরিণত হয়েছ
জে পি নাড্ডা


চিত্রকূট, ৯ মে (হি.স.): মোদীজি ও যোগীজির নেতৃত্বে উত্তর প্রদেশ দেশের অন্যতম প্রধান রাজ্যে পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার উত্তর প্রদেশের চিত্রকূটের এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মন্ত্রকে আঁকড়ে ধরে মোদীজি গ্রাম, দরিদ্র, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, যুবক, কৃষক এবং মহিলাদের শক্তিশালী করার জন্য কাজ করেছেন।

জে পি নাড্ডা আরও বলেছেন, দেশে এখন রিপোর্ট কার্ড, জবাবদিহিতা, উন্নয়ন ও সবাইকে সঙ্গে নিয়ে চলার রাজনীতি চলছে। এটাই মোদীজির সংস্কৃতি। যা বলা হয়েছিল তা করা হয়েছে এবং যা বলা হয়নি তাও করা হয়েছে। নাড্ডা আরও বলেছেন, ১০ বছর আগে ভারতের সাধারণ নাগরিকের মনে এই চিন্তা স্থির হয়েছিল যে কিছুই বদলাবে না, রাজনীতি এমনই, এখানে গুন্ডাদের শাসন চলবে। কিন্তু মোদীজি আসার পর, ভারতীয় রাজনীতিতে সব কিছু বদলে গেছে, আপনারা শুধু বিজেপিকে এই নির্বাচনে জেতাচ্ছেন না, উন্নত বিকশিত সংকল্প পূরণ করছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande