দুপুরেই নামল সন্ধ্যা, ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কুপোকাত তাপমাত্রার পারদ
কলকাতা, ৯ মে (হি.স.): দুপুরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমে এল আঁধার। বৃহস্পতিবার দুপুরে
ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কুপোকাত তাপমাত্রার পারদ


কলকাতা, ৯ মে (হি.স.): দুপুরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমে এল আঁধার। বৃহস্পতিবার দুপুরে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতর কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। এই বৃষ্টির সৌজন্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। এদিন সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

এদিন সকালের দিকে রোদের দেখা মিললেও, বেলা বাড়তেই বদলে যায় আবহাওয়া। দুপুরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নেমে আসে আঁধার। শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার কিছু অংশে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। দক্ষিণ ২৪ পরগনা-সহ আশপাশের জেলাতেও বৃষ্টি হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মোটামুটি এমনই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande