ওয়েস্ট নাইলের জেরে সতর্কতা জারি কেরলে
কোঝিকোড়, ৯ মে (হি. স.): ওয়েস্ট নাইল জ্বর নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে কেরলে। এই ভাইরাসের সংক্রমণ দ্
virus


কোঝিকোড়, ৯ মে (হি. স.): ওয়েস্ট নাইল জ্বর নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে কেরলে। এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ইতিমধ্যেই এই জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ১০ জন। কেরলের মলপ্পুরম, কোঝিকোড় ও ত্রিশূরে এই জ্বরের প্রকোপ দেখা গেছে।

সংক্রমণের এই বাড়বাড়ন্ত লক্ষ্য করে কেরলের স্বাস্থ্য দফতর সতর্কতা জারি করেছে। রাজ্যের স্বাস্থমন্ত্রী বীনা জর্জ বলেছেন, ‘‘ মশাবাহিত রোগ ছড়াচ্ছে। সংক্রমণ যাতে আর না বাড়ে তার জন্য মশা নিয়ন্ত্রণে বিবিধ কর্মসূচি নেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, সাধারণত কিউলেক্স মশা থেকে এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। পাখির দেহ থেকে মশার মাধ্যমে এই ভাইরাস ঢোকে মানুষের শরীরে। আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা ও পশ্চিম এশিয়ায় এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande