রেশন নাকি কর্মসংস্থান, কোনটা বেশি জরুরি, প্রশ্ন প্রিয়াঙ্কার
রায়বরেলি, ৯ মে (হি. স.): রেশন নাকি কর্মসংস্থান, কোনটা বেশি জরুরি? উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রশ
Priyanka


রায়বরেলি, ৯ মে (হি. স.): রেশন নাকি কর্মসংস্থান, কোনটা বেশি জরুরি? উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার তিনি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, ৫ কেজি রেশন ভবিষ্যৎ তৈরি করবে না। এর দ্বারা আপনি ''আত্মনির্ভর'' হয়ে উঠবেন না। কিন্তু একটি কর্মসংস্থান আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে।

তিনি আরও বলেন, ''যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনি কর্মসংস্থান এবং ৫ কেজি রেশনের মধ্যে কোনটা বেছে নেবেন , আপনারা অবশ্যই কর্মসংস্থানকে বেছে নেবেন। এটি আপনাকে স্বাবলম্বী করে তুলবে। আপনাকে বুঝতে হবে, যেসব রাজনৈতিক দল বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলছে তারা আপনাদের পরনির্ভরশীল করতে চায়। আপনারা আত্মনির্ভর তখনই হবেন, যখন কর্মসংস্থানের সুযোগ থাকবে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande