ভিয়েনায় মোদীকে গার্ড অফ অনারে অভিবাদন, অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে করলেন বৈঠক
ভিয়েনা, ১০ জুলাই (হি.স.): অস্ট্রিয়ার ভিয়েনায় গার্ড অফ অনারে অভিবাদন জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুই দেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্
2


ভিয়েনা, ১০ জুলাই (হি.স.): অস্ট্রিয়ার ভিয়েনায় গার্ড অফ অনারে অভিবাদন জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুই দেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশ সফর করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বুধবার বন্দে মাতরম বন্দনাগীতি পরিবেশন করেছেন অস্ট্রিয়ার সঙ্গীতশিল্পীরা।

পরে প্রধানমন্ত্রী ভিয়েনায় মোদীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। প্রধানমন্ত্রী মোদী এদিন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, চ্যান্সেলর নেহামার এবং আমি খুবই ফলপ্রসূ আলোচনা করেছি। আমাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আমরা নতুন সম্ভাবনা চিহ্নিত করেছি। আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দশকের জন্য সহযোগিতার একটি নীলনকশা প্রস্তুত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

হিন্দুস্থানের খবর / Rakesh Das / Sonali Das




 

 rajesh pande