কলকাতা, ২০ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির এখনও দেখা নেই দক্ষিণবঙ্গে, বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছেই, এই বৃষ্টির সৌজন্যে মনোরম আবহাওয়া সমগ্র দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ জুলাই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ২২ জুলাই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ২১ জুলাই কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি অংশে ভারী বৃষ্টির (০৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ দাশ