প্রবীণ বিজেপি নেতা প্রভাত ঝা প্রয়াত, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মোহন যাদব
গুরুগ্রাম ও ভোপাল, ২৬ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা প্রভাত ঝা। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। প্রবীণ এই বিজেপি নেতা মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছ
Prabhat Jha


গুরুগ্রাম ও ভোপাল, ২৬ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা প্রভাত ঝা। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। প্রবীণ এই বিজেপি নেতা মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

মেদান্তা হাসপাতালে ভর্তি হওয়ার আগে ভোপালের বনসল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রভাত ঝা। বনসল হাসপাতালে ভর্তি হওয়ার দু'দিন পর প্রভাত ঝা-কে এয়ারলিফট করে মেদান্তা হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রবীণ নেতা, শ্রদ্ধেয় প্রভাত ঝা-র মৃত্যুর অত্যন্ত দুঃখজনক সংবাদ পেয়েছি। মধ্যপ্রদেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / Santosh Madhup




 

 rajesh pande