বৃষ্টি-ভেজা রাতে শুরু প্যারিস অলিম্পিক, শ্যেন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান মন কাড়ল বিশ্বের
প্যারিস, ২৭ জুলাই (হি.স.): বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকের সূচনা হয়েছে। শুক্রবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই প্রত্যক্ষদর্শীরা শ্যেন নদীর ধারে এই অনুষ্ঠানে ভিড় জমান। ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রোঁ অলিম্পিক গেমসের সূচনা ক
Olympics


প্যারিস, ২৭ জুলাই (হি.স.): বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকের সূচনা হয়েছে। শুক্রবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই প্রত্যক্ষদর্শীরা শ্যেন নদীর ধারে এই অনুষ্ঠানে ভিড় জমান। ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রোঁ অলিম্পিক গেমসের সূচনা করেন। প্রায় ৭ হাজার ক্রীড়াবিদ শ্যেন নদীতে ১০০টির মতো নৌকোয় প্যারেডে সামিল হন। অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন করেন তিনবারের জুডো চ্যাম্পিয়ান টেডি রাইনার।

প্যারিসে ত্রয়োদশ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের শরথ কমল ও পি ভি সিন্ধু নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাঁরা তাঁদের ব্যতিক্রমী নৈপুণ্যের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করবেন।

ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিকের মশাল। যা তিনি তুলে দেন তিন শিশুর হাতে। তাঁদের হাত থেকে সেই মশাল চলে যায় এক অজ্ঞাত ব্যক্তির হাতে। গোটা অনুষ্ঠানে জুড়ে তাঁর মুখ ছিল ঢাকা। যে সময় অনুষ্ঠান শুরু হয়, তখন ফ্রান্সে বিকেলের পড়ন্ত সূর্যের আলো রয়েছে। কিন্তু মেঘলা আকাশের কারণে রংহীন মনে হচ্ছিল ভালবাসার শহরকে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande