মুম্বই, ২৯ জুলাই (হি.স.): প্রায়ই বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে শোনা যায়। এবার তার শিকার হলেন প্রসিদ্ধ শিল্পী জাভেদ আখতার। জানা গেছে, সম্প্রতি জাভেদ আখতারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (পূর্বতন টুইটার) হ্যাক করা হয়েছিল এবং অলিম্পিক সম্পর্কে পোস্ট করা হয়েছিল। যদিও তিনি তা করেননি বলেই দাবি আখতারের।
উল্লেখ্য, অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে আখতারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছিল। এতে আপত্তিকর কিছু না থাকলেও পোস্টটি জাভেদ আখতার নিজে করেননি বলে জানান। ফলে মুহূর্তে আলোড়ন সৃষ্টি হয়। জাভেদ আখতার বলেন, এই কাজটি হ্যাকাররা করেছে। জানা গেছে, সেই পোস্টটি জাভেদ আখতার ইতিমধ্যেই মুছে দিয়েছেন এবং এক্স-কে এই বিষয়ে জানিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে অনুগামীদের জানিয়েছেন তিনি। জাভেদ আখতারের অনুগামীরা তাঁকে পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ / রাকেশ