জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার, প্রস্তাবনায় সই আইনমন্ত্রীর
ঢাকা, ১ আগস্ট (হি.স.): রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামিকে নিষিদ্ধের বিজ্ঞপ্তি জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একই সঙ্গে জামায়াত নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনও নাশকতা ঘটাত
Jamayat


ঢাকা, ১ আগস্ট (হি.স.): রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামিকে নিষিদ্ধের বিজ্ঞপ্তি জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। একই সঙ্গে জামায়াত নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ কোনও নাশকতা ঘটাতে চায়, তা মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী। জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে ফাইল পাঠায় আইন মন্ত্রক।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / সোনালি




 

 rajesh pande