নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): বিগত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে যৌথ সাংবাদিক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাই। প্রথমত, আমি ভিয়েতনামের সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং-এর মৃত্যুতে ভারতের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করতে চাই। তিনি ভারতের ভালো বন্ধু ছিলেন। গত এক দশকে ভিয়েতনামের সঙ্গে আমাদের সম্পর্ক বেড়েছে। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে আমাদের যোগাযোগ বেড়েছে এবং এখন আমাদের ৫০টির বেশি সরাসরি ফ্লাইট রয়েছে।
দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন মোদী ও ফাম মিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের উপস্থিতিতে ভারত ও ভিয়েতনামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমাদের আজকের আলোচনায়, আমরা পারস্পরিক সহযোগিতার সকল ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচনা করেছি এবং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা বিশ্বাস করি, ভারতের 'বিকশিত ভারত ২০৪৭' ভিশন এবং ভিয়েতনামের ২০৪৫ ভিশনের কারণে উভয় দেশেই উন্নয়ন গতি পেয়েছে। এটি পারস্পরিক সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র উন্মোচন করছে এবং তাই এখন আমরা আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য একটি নতুন কর্ম পরিকল্পনা তৈরি করেছি। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইনে উপনীত চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ / সৌম্যজিৎ