প্যারিস, ১ আগস্ট (হি.স.): অলিম্পিক টেবিল টেনিসে পদক জেতা হলো না মণিকা, শ্রীজাদের। প্রি কোয়ার্টার ফাইনালে মণিকার প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের অষ্টম বাছাই জাপানের মিউ হিরান। ১৮তম বাছাই মণিকার জন্য মিউ বেশ কঠিন প্রতিপক্ষ ছিলেন। তবে ভালো লড়াই করেছেন মণিকা। তীব্র লড়াই করে ১-৪ গেমে হেরে মনিকা প্যারিস অলিম্পিকের সিঙ্গলস থেকে বিদায় নেন। তিনি হারেন ৬-১১, ৯-১১, ১৪-১২, ৮-১১, ৬-১১ পয়েন্টে।
আর শ্রীজা আকুলা নক-আউট পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিলেন সিঙ্গাপুরের জিয়ান জেনকে। কিন্তু শেষ ষোলোর ম্যাচে বুধবার রাতে তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর তারকা চিনের সুন ইউংসা। চিনা প্রতিপক্ষের অভিজ্ঞতার কাছে তাকে হারতে হল ৪-০ গেমে। তবে ভাল লড়াই করেছেন শ্রীজা। শ্রীজা হারেন ১০-১২, ১০-১২, ৮-১১, ৩-১১ পয়েন্টে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / শায়নী / সৌম্যজিৎ