আগরতলা, ১ আগস্ট (হি.স.) : ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) আগরতলা ক্যাম্পাসে উত্তেজনা চলছে ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। বুধবার রাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) পাঠরত ছাত্র অভিজিৎ পাণ্ডার মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।
আজ বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে ক্যাম্পাসে যান ছাত্র সংগঠন এনএসইউআই-এর রাজ্য সভাপতি সহ সংগঠনের কর্মীরা। দুপুরে কলেজে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলেন কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সাথে। ওই ছাত্রের মৃত্যুর কারণকে এনআইটি আগরতলা হাসপাতালে চরম গাফিলতি বলে অভিযোগ করে কলেজ প্রাঙ্গণে বিপুল সংখ্যক ছাত্র বিক্ষোভ দেখান।
আন্দোলনকারীরা জানান, অভিজিৎ পাণ্ডা তাঁর হাঁটু, কাঁধ এবং জয়েন্টগুলিতে তীব্র ব্যথায় ভুগছিলেন এবং প্রাথমিকভাবে কলেজ হাসপাতালে ওভার-দ্য-কাউন্টার ব্যথার ওষুধ এবং একটি টপিকাল অ্যানালজেসিক দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তার অবস্থার অবনতি হয়। কলেজ একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করতে ব্যর্থ হয়। তার পর সে রাজ্যের বাইরে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর তার হার্টের সমস্যায় মৃত্যু হয়েছে। এই খবর হস্টেলে এসে পৌঁছলে ছাত্ররা বিক্ষোভে নামেন।
তাদের বক্তব্য, এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার দুর্বলতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। আন্দোলনে বসার পর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, তাঁরা একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করবেন। পাণ্ডার বন্ধু এবং সহপাঠীরা দাবি করেছেন, এনআইটি আগরতলা কর্মীদের দ্বারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। শিক্ষার্থীরা ইনস্টিটিউটে চিকিৎসা তহবিলের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলেন, যদি প্রাথমিক চিকিৎসা পরিষেবা এবং অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান করা না যায়, তা-লে নিশ্চয় তহবিলের অপব্যবহার করা হচ্ছে। তারা নলেজ পার্কে জড়ো হয়েছেন প্রতিবাদ ও পাণ্ডার বিচারের দাবিতে।
এদিকে, ঘটনার খবর পেয়ে এনআইটি-তে গিয়ে ছাত্রছাত্রী এবং এনআইটির অধিকর্তা শরৎকুমার পাণ্ডার সাথে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানতে পারেন, হায়দরাবাদের ছাত্র অভিজিৎ এনআইটি-তে পাঠরত ছিলেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। কলেজে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে, পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোনও ধরনের বিক্ষোভ আন্দোলন করে যাতে কলেজের মর্যাদা নষ্ট না করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ / সমীপ কুমার দাস