আরও দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুনে সই করলেন পেত্রাতোস
কলকাতা, ১ আগস্ট (হি.স.): গতবারের আইএসএলের গোল্ডেন বুট জয়ী দিমি পেত্রাতোসকে আরও দুই মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান। শুধু আইএসএল নয় গত মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ও লিগ শিল্ড জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিমি। যার জন্য
1


কলকাতা, ১ আগস্ট (হি.স.): গতবারের আইএসএলের গোল্ডেন বুট জয়ী দিমি পেত্রাতোসকে আরও দুই মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান।

শুধু আইএসএল নয় গত মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ও লিগ শিল্ড জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিমি। যার জন্য তিনি মোহনবাগান জনতার নয়নের মনি হয়ে উঠেছেন। নতুন চুক্তি সই করার পরে দিমি বলছেন, ”মোহনবাগান আমার উপরে আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। মোহনবাগানকে আরও ট্রফি দিতে চেষ্টা করব।'

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / শায়নী / সৌম্যজিৎ




 

 rajesh pande