লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে মৃত ৯, আহত ২৭৫০ জন
লেবানন, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : লেবাননে একের পর এক পেজার বিস্ফোরণ । পাশাপাশি সিরিয়ার কিছু অংশেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। আর আহত প্রায় ২৭৫০ জন। যদিও এই বিস্ফোরণের জন্য ইজরায়েলকেই দায়ী করেছে হ
লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে মৃত ৯, আহত ২৭৫০ জন


লেবানন, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : লেবাননে একের পর এক পেজার বিস্ফোরণ । পাশাপাশি সিরিয়ার কিছু অংশেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। আর আহত প্রায় ২৭৫০ জন। যদিও এই বিস্ফোরণের জন্য ইজরায়েলকেই দায়ী করেছে হেজবোল্লা।

সূত্রের খবর, বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে হেজবোল্লার একাধিক সদস্যের। পাশাপাশি আহত হয়েছেন বহু সাধারণ মানুষও। আহতদের মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রদূতও। হামলায় দায় ইজরায়েলের উপর চাপিয়ে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে হেজবোল্লা। তবে ইজরায়েল এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, স্থানীয় সময় বুধবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। কারও হাতে, কারও পকেটে থাকা পেজার ফাটতে শুরু করে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হেজবোল্লা সদস্যদের মোবাইল ফোনের ব্যবহার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরিবর্তে বিকল্প হিসেবে পেজার ব্যবহার করা হত। সাধারণত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীরাই এই যন্ত্র ব্যবহার করে থাকে। কারণ পেজারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যায় না। হাতে বা পকেটে নিয়ে ঘোরা যায় এই পেজার। জানা যাচ্ছে, সেই পেজারের মধ্যেই বিস্ফোরক ঢুকিয়ে পরিকল্পিতভাবে একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়েছে ইজরায়েল। ইতিমধ্যেই আহতদের উদ্ধারে নেমেছে ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স। পাশাপাশি প্রায় ৩০০ জন জরুরি চিকিৎসাকর্মীদের পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande