শাহরিয়ার কবিরের পাশে ঢাকার হিন্দু সংখ্যালঘু সংগঠনের নেতা
অশোক সেনগুপ্ত কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): “বাংলাদেশে চলমান সাম্পদায়িক সহিংসতা, নির্যাতন-নিপীড়ন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায় আন্দোলনে শাহরিয়ার কবির সব সময় সরব ভূমিকা পালন করে আসছেন।” বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষ
Dhakas Hindu minority organizations leader side Shahriar Kabirs


অশোক সেনগুপ্ত

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): “বাংলাদেশে চলমান সাম্পদায়িক সহিংসতা, নির্যাতন-নিপীড়ন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায় আন্দোলনে শাহরিয়ার কবির সব সময় সরব ভূমিকা পালন করে আসছেন।” বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই প্রতিবেদককে এ কথা জানান।

মনীন্দ্রবাবুর কথায়, “শাহরিয়ার কবির একজন লেখক, সাংবাদিক ও মানবাধিকার নেতা। স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের সহযোগীতার মাধ্যমে এদেশের নিরিহ জনগোষ্ঠীর উপর নির্মম নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ চালিয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে সংগঠনটি জোরালো ভূমিকা রেখেছিল, সেই সংগঠন ‘‘৭১ ঘাতক দালাল নির্র্মূল কমিটি’’ এর তিনি দীর্ঘদিন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

প্রসঙ্গত, বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে নিরন্তর সরব শাহরিয়ার কবিরকে এক বিক্ষোভকারী খুনের মামলা দিয়ে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে অন্তর্বর্তী সরকারের পুলিশ। গণহত্যার মতো অভিযোগ এনে আরও কিছু মামলাতেও নাম জড়ানো হয়েছে বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক, তথ্যচিত্র নির্মাতা এবং অধিকার রক্ষা কর্মী বর্ষীয়ান শাহরিয়ার কবিরের। এ দিনই তাঁকে আদালতে তোলা হলে বিচারক কবিরকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande