বৃহস্পতিতে শ্রীনগরে জনসভা প্রধানমন্ত্রীর, আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা
শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটের আগে বৃহস্পতিবার শ্রীনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে শ্রীনগরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার শ্রীনগরে জনসভা করবেন প্র
প্রধানমন্ত্রী


শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটের আগে বৃহস্পতিবার শ্রীনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে শ্রীনগরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার শ্রীনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী, মোদীর সফরকে ঘিরে উজ্জীবিত বিজেপি শিবিরও।

জম্মু ও কাশ্মীরের বিজেপি ইনচার্জ এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেছেন, যখনই তিনি (প্রধানমন্ত্রী) জম্মু ও কাশ্মীর সফর করেছেন, জনগণ তাঁর কথা শোনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন এবং জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। কর্মসূচির প্রস্তুতি চলছে যুদ্ধ পর্যায়ে, আগামীকালের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য মানুষ যেভাবে শ্রীনগরের রাস্তা-ঘাট সাজিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য জনগণের আস্থা অর্জনের জন্য প্রচুর প্রচেষ্টা করেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande