হাসপাতালের সুরক্ষায় দশ দফা নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে মুখ্যসচিবের চিঠি
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : আর জি কর হাসপাতালের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক তার অবসানে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন মুখ্যসচিব । এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য সচেষ্ট সরকার। সুরক্ষ
হাসপাতালের সুরক্ষায় দশ দফা নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে মুখ্যসচিবের চিঠি


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : আর জি কর হাসপাতালের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক তার অবসানে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছেন মুখ্যসচিব । এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য সচেষ্ট সরকার। সুরক্ষার পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তৎপরতা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত দশ দফা সুপারিশ ও মন্তব্য জুড়ে দিয়ে এক সুস্পষ্ট নির্দেশিকা সহ প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করার জন্য তাঁকে জানানো হয়েছে। এ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে দুই পাতার চিঠি পাঠানো হয়েছে। হাসপাতালের সুরক্ষায় চিঠি লিখেছেন মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। দশ দফার মধ্যে রয়েছে পর্যাপ্ত সংখ্যক অন ডিউটি রুম সহ টয়লেট ও পানীয় জলের যোগান এবং সিসিটিভির ব্যবস্থা। সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে তা কার্যকর করা হবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিকিউরিটি অডিট খতিয়ে দেখার জন্য সুরজিৎ কর পুরকায়স্থ'কে দায়িত্ব দেওয়া হতে চলেছে। পরে তা বাড়িয়ে তোলা হবে। কেন্দ্রীয়ভাবে সুরক্ষা ও নিরাপত্তার জন্য একটি হেল্পলাইন নম্বর থাকছে। নজরদারিতে মোবাইল টিম থাকবে লোকাল থানার সাহায্য নিতে পারে। নিরাপত্তার কাজে মহিলা পুলিশ সহ যথেষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মী রোগী ও তাঁদের পরিবারের জন্য মোতায়েন করা হবে। অতি সহজে হাসপাতালের শয্যা সংখ্যা ও বেড ফাঁকা রয়েছে কিনা তার বিস্তারিত তথ্য প্রকাশ্যেই ডিজিটাল বোর্ডে টাঙানো থাকবে। যাতে সাধারণ মানুষের জানতে সুবিধা হয়। কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম ও কাজ করবে। সমস্যার কথা খুব সহজেই জানানো যাবে। অতি সতর্কতা হিসেবে প্যানিক বাটন ও থাকছে যা আ্যলার্ম সিস্টেম এর মধ্যেই পড়ে। অবিলম্বে চিকিৎসক থেকে শুরু করে আভ্যন্তরীণ অভিযোগ কমিটি ও অন্যান্য সমস্ত কমিটির মতো গতিশীল ভূমিকা পালন করবে। সেখানেই সবিস্তারে তা জানানো যাবে। চিকিৎসক থেকে শুরু করে নার্স ও জিডিএ এবং টেকনিশিয়ান নিয়োগ সংক্রান্ত বিষয়ে খালি পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande