মীনাক্ষী মুখোপাধ্যায়কে ২ ঘন্টা জেরা, সিবিআইকে সবরকম সাহায্যের আশ্বাস
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : টানটান দুই ঘন্টা ধরে অপেক্ষায়। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাম যুব সংগঠনের নেত্রী তথা ডিওয়াইএফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। আগের দিন দলীয় কাজে জেলা সফরে ছিলেন উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার সকালে
মীনাক্ষী মুখোপাধ্যায়কে ২ ঘন্টা জেরা, সিবিআইকে সবরকম সাহায্যের আশ্বাস


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : টানটান দুই ঘন্টা ধরে অপেক্ষায়। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাম যুব সংগঠনের নেত্রী তথা ডিওয়াইএফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। আগের দিন দলীয় কাজে জেলা সফরে ছিলেন উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার সকালে ট্রেন থেকে কলকাতায় নামেন। রায়গঞ্জ থেকে বিধাননগরে চলে যান তিনি সরাসরি। নির্ধারিত সময়ের মধ্যেই হাজির সিজিও কমপ্লেক্সে। দু'দফায় গত ৯ আগস্ট নির্যাতিতার মরদেহ আটকাতে এবং পরবর্তীতে আর জি কর হাসপাতালের সামনে ১১ আগস্ট অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান। এরপর ১৪ আগস্ট মহিলাদের রাত দখলের অভিযানে আর জি কর হাসপাতালে কলকাতা পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা নিয়ে ও সরব হয়েছেন তিনি। এরপর কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার অভিযানে সামিল। এই সমস্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুর একটা পর্যন্ত দুই ঘন্টার জেরা শেষ হতেই বেরিয়ে যান মীনাক্ষী। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে জেরা পর্ব শেষ করে বেরিয়ে আসেন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও এরপর কড়া সমালোচনা করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande