উকাপা স্বশাসিত পরিষদের অধীন সরকারি বিভিন্ন বিভাগে ৮৭৪ জনের হাতে নিয়োগপত্র প্ৰদান দেবোলালের
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন সরকারি বিভিন্ন বিভাগে ৮৭৪ জনের হাতে নিয়োগপত্র প্ৰদান
চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র প্ৰদান করছেন সিইএম দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন সরকারি বিভিন্ন বিভাগে ৮৭৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

আজ বৃহস্পতিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে এই ৮৭৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দেবোলাল গার্লোসা বলেন, আজ অসম তথা ডিমা হাসাও জেলার জন্য ভালো দিন। আজই মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা অরুণোদয় ৩.০-এর শুভারম্ভ করেছেন। অন্যদিকে ডিমা হাসাও জেলায় ৮৭৪ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

দেবোলাল বলেন, নিম্ন প্রাথমিক বিদ্যালয় সহ বন বিভাগ, ভূমি সংরক্ষণ ও রেশম বিভাগ এবং জলমিত্র পদে নিয়োগপত্র প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং উচ্চ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০ শূন্য পদে নিয়োগ করা হবে।

গার্লোসা বলেন, সরকারি বিদ্যালয়গুলিতে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সরকারি স্তরে পড়াশোনার মান উন্নত হবে। দারিদ্র্যসীমার নিম্নভুক্ত পরিবারগুলির ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে লাভবান হবে বলে মন্তব্য করে দেবোলাল গার্লোসা বলেন, বিরোধীরা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আমাকে মানসিক চাপে ফেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিরোধীরা এতে সফল হতে পারছেন না। কারণ, বিজেপি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে আমার সতীর্থরা অধিক শক্তিশালী থাকায় তা সম্ভব হচ্ছে না।

এদিন তিনি বলেন, বিজেপিতে কোনও বিরোধ নেই বা বিভাজন নেই। দেবোলাল বলেন, সম্প্রতি জয়দেশ ফংলো নামের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ডিমা হাসাও বিজেপি এখন বেশ কয়েকটি গ্রুপে বিভাজিত। কিন্তু জয়দেশ ফংলোর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, বিজেপিতে কোনও সমস্যা নেই।

দেবোলাল গার্লোসা বলেন, জয়দেশ ফংলো বিজেপির সদস্য নম, বিজেপির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের গত নির্বাচনে এই জয়দেশ ফংলো বিজেপির প্রার্থিত্ব না পেয়ে পরিষদের দিগের আসন থেকে বিজেপি প্রার্থী স্যামুয়েল চাংসনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই এদের মতো মানুষ বিজেপির সদস্য কোনওভাবেই হতে পারে না।

আজ নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবীতা জহরি, ধনপাইনন থাওসেন, স্যামুয়েল চাংসন প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande