শোণিতপুরে এক রাতে দুই মহিলা সহ অভিযুক্ত আট প্রতারক গ্রেফতার
শোণিতপুরে এক রাতে দুই মহিলা সহ আট প্রতারক গ্রেফতার
Arrested online traders_Representational


তেজপুর (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : আর্থিক প্রতারণা সংক্রান্ত পৃথক তিনটি মামলায় দুই মহিলা সহ মোট আট অভিযুক্তকে গ্রেফতার করেছে শোণিতপুর জেলার অন্তর্গত তেজপুর সদর থানার পুলিশ। তেজপুরে ধৃতরা ‘ফাইনো প্যামেন্ট ব্যাংক-এর নামে জালিয়াতি করে বহুজনের কাছ থেকে বহু লক্ষ টাকা আত্মস্যাৎ করেছে বলে অভিযোগ।

সদর থানার পুলিশ জানিয়েছে, তেজপুর থেকে জনৈক চন্দনা দেবী, শান্তি দেবী, কমল কুমার কার্কি এবং চানমারির ধ্রুব বাসফরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, স্বল্প সময়ের মধ্যে সাত শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ভুয়া আর্থিক প্রতিষ্ঠানের নামে শত শত গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে।

এদিকে, রাঙাপাড়ায়ও আর্থিক প্রতারণার দায়ে ভুয়ো কোম্পানি ‘উজ্বলা অমৃত নিধি’-র ব্ৰজেন লিম্বু এবং চিন্ময় সাহানি নামের আরও দুজনকে পুলিশ গ্রেফতার করেছে৷

তাছাড়া জেলার মিসামারি থানায় ‘ট্ৰিডিক্স ট্ৰেডিং অ্যাপ’ নামের আরেকটি কোম্পানির বিরুদ্ধে প্ৰবঞ্চনা মামলায় গতকাল রাতে অভিযান চালিয়ে ঢেকিয়াজুলির সইফুল ইসলাম এবং মিসদারির আব্দুল কাদির নামের দুই অভিযুক্তকে গ্ৰেফতার গ্রেফতার করেছে পুলিশ৷

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande