কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : আলিপুরের জুলজিক্যাল গার্ডেন তথা চিড়িয়াখানায় তিনদিনের জু-কার্নিভ্যালে আসর। আগামী ১৯ তারিখ ওই উৎসবের সূচনা হবে। প্রথম দিনেই বসে আঁকো প্রতিযোগিতা। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য উন্মুক্ত। তিনটি গ্রুপে তাদের ভাগ করে নাম নেওয়া হবে। এছাড়াও থাকছে পোস্টার প্রদর্শনী। ক্যুইজের আসরকে ঘিরে জমে উঠবে চলতি বছরের উৎসব। সেই সঙ্গে রয়েছে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে, চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত এ প্রসঙ্গে আরও জানান, কলেজ পাঠরতদের জন্য দুই বিষয় রয়েছে - বিতর্ক প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন। স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্র ও ছাত্রীদের জন্য নাম নথিভুক্ত করা হবে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব। উল্লেখ্য, পোস্টার আঁকা এবং বিতর্ক প্রতিযোগিতার বিষয় উৎসবের সাতদিন আগে জানানো হবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। বিনামূল্যে, বন্যপ্রাণ দেখার হাতছাড়া করতে কে চায়! কাজেই ভিড় বাড়বে এবছরে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত