নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। আর জি কর দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তোলার আগে তাঁর বক্তব্য শোনেনি হাইকোর্ট। এই মর্মে অভিযোগ তুলে তিনি আর্জি জানালেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। আগামী শুক্রবার তাঁর এই মামলার শুনানির সম্ভাবনা।
গ্রেফতারের আগেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। একক বেঞ্চ, ডিভিশন বেঞ্চে কোনও সুরাহা না পাওয়ায় ২৭ অগাস্ট সুপ্রিম কোর্টে জেনারেল ডায়েরি হয়। এসএলপি দায়ের হয় ৩১ অগাস্ট। যদিও এই দুর্নীতি মামলাতেই ২ সেপ্টেম্বর গ্রেফতার হন তিনি।
সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে নিজের আর্জিতে সন্দীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিকে কোনও কারণ ছাড়াই যুক্ত করে দেওয়া হয়েছে হাইকোর্টে।
কলকাতার নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআইয়ের লক-আপে রাখা হয়েছে সন্দীপবাবুকে। আপাতত ৮ দিনের হেফাজতে রয়েছেন তিনি। তাঁর লক-আপের ভিতর ও বাইরে মোতায়েন করা হয়েছে ৪ জন সশস্ত্র সিআরপিএফ জওয়ানকে।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত