এবার আইএসএলে একাধিক নিয়ম চালু হতে চলেছে
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, এই মেগা ফুটবল টুর্নামেন্টে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন করা হচ্ছে। **ক্রিকেটে যেমন রয়েছে কনকাশন সাব তেমনই এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগেও এই নিয়ম চালু হচ্ছে। **মাথায় আঘাত পে
ISL


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, এই মেগা ফুটবল টুর্নামেন্টে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

**ক্রিকেটে যেমন রয়েছে কনকাশন সাব তেমনই এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগেও এই নিয়ম চালু হচ্ছে।

**মাথায় আঘাত পেয়ে যদি কোনও ফুটবলার খেলতে না পারেন তাহলে সেই খেলোয়াড়ের পরিবর্তে অন্য ফুটবলার নামানো যাবে।

**ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে।

**প্রতিটি দলে একজন ভারতীয় সহকারী কোচ রাখতে হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে।

**কোনও দলের খেলোয়াড় যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্ত নিয়ে আবেদন করা যাবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande