ইউএস ওপেনের ফাইনালে সিনার ও ফ্রিৎজ
নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (হি.স.): ইউএস ওপেনে টানা ১৫টি সেট জিতে সেমিফাইনালে উঠেছিলেন ড্রেপার। কিন্তু শনিবার সিনারের বিরুদ্ধে লড়াই করে তিনি হেরে গেলেন ৫-৭, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে। বিদায় নিলেন ইউএস ওপেন থেকে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেল
ইউএস ওপেনের ফাইনালে সিনার ও ফ্রিৎজ


নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (হি.স.): ইউএস ওপেনে টানা ১৫টি সেট জিতে সেমিফাইনালে উঠেছিলেন ড্রেপার। কিন্তু শনিবার সিনারের বিরুদ্ধে লড়াই করে তিনি হেরে গেলেন ৫-৭, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে। বিদায় নিলেন ইউএস ওপেন থেকে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেললেন জ্যাক ড্রেপার। প্রথম বার খেলতে নেমে লড়াই করে হারলেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের বিরুদ্ধে। আজ ব্রিটিশ টেনিস খেলোয়াড় কোর্টের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পরেও লড়াই করলেন ।

অন্য সেমিফাইনালে জিতলেন ফ্রিৎজ। তিনি হারিয়ে দিলেন ফ্রান্সেস টিয়াফোকে। পাঁচ সেটে লড়াই শেষে ফ্রিৎজ জিতলেন ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে। অ্যান্ডি রডিকের পর আবার আমেরিকার কোনও পুরুষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। ২০০৯ সালে রডিক উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন। ফ্রিৎজ এই মুহূর্তে বিশ্বের ১২ নম্বর। ফাইনালে বিশ্বের এক নম্বর সিনারের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande