নাইজেরিয়ায় জ্বালানি বোঝাই ট্যাঙ্কারে বিস্ফোরণ, কমপক্ষে ৪৯ জনের মৃত্যু
নাইজার, ৯ সেপ্টেম্বর (হি.স.): নাইজেরিয়াযর নাইজারের ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানী বোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান আবদুল্লাহ বাবা-আরাহ সাংবাদিকদের বলেন, বিদা-আগাই-লাপাই মহাসড়কের পাশে গবা
নাইজেরিয়ায় জ্বালানি বোঝাই ট্যাঙ্কারে বিস্ফোরণ, কমপক্ষে ৪৯ জনের মৃত্যু


নাইজার, ৯ সেপ্টেম্বর (হি.স.): নাইজেরিয়াযর নাইজারের ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানী বোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান আবদুল্লাহ বাবা-আরাহ সাংবাদিকদের বলেন, বিদা-আগাই-লাপাই মহাসড়কের পাশে গবাদি পশু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ট্যাঙ্কারটিতে আগুন লেগে সেটি বিস্ফোরিত হয়।

ঘটনাস্থলে থাকা দু'টি যানবাহনে আগুন লাগে। বাবা-আরাহ বলেন, আটকে থাকা গাড়িগুলিতে ৪৮ জন প্রাণ হারিয়েছেন। অন্তত ৫০টি গবাদি পশু মারা গেছে। যানবাহনে আটকে থাকা আরও নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande