জম্মু, ৫ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ওই গাড়িতে মোট ৬ জন ছিলেন, দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক ও আরও একজন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। কিশতওয়ার জেলার পাদ্দার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রবিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, যে স্থানে গাড়িটি পড়ে যায়, সেখান থেকে নদী বয়ে যাচ্ছিল। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে ও দু'জনের খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত, তাঁরা নদীর স্রোতে তলিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / রাকেশ