নমো ভারত ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী, কিউআর কোড দিয়ে কাটলেন টিকিট
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): নমো ভারত ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিউআর কোড দিয়ে কেটেছেন নিজের টিকিট। সাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোক নগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই সময়ে প
নমো ভারত ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী, কিউআর কোড দিয়ে কাটলেন টিকিট


নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): নমো ভারত ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিউআর কোড দিয়ে কেটেছেন নিজের টিকিট। সাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোক নগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুলের শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিণীর জাপানিজ পার্কে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande