নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত জাতীয় রাজধানী দিল্লি। ট্রেন থেকে বিমান সর্বত্র ব্যাহত পরিষেবা। কুয়াশাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবনও। রবিবারও ঘন কুয়াশার কারণে দিল্লিতে বাতিল হয়েছে ১৫টির বেশি উড়ান। ১৮০টির বেশি বিমান চলছে দেরিতে। কুয়াশার জেরে দিল্লিগামী ও ফেরত ৬০টির বেশি ট্রেনও চলছে দেরিতে। প্রায় ছ’ঘণ্টা করে দেরিতে চলছে ট্রেনগুলি।
রবিবার ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (নয়াদিল্লি) দৃশ্যমানতা ছিল শূন্য। তবে বেলা বাড়তে কিছুটা উন্নতি হয়েছে সেই পরিস্থিতির। জানা গিয়েছে, এদিন সকাল ৮টার পর দৃশ্যমানতা ৫০ মিটারে দাঁড়িয়েছে বিমানবন্দরে। দিল্লির সফদরজংয়ে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ