দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকার মৃত্যু, আহত একাধিক
বাঁকুড়া, ৮ জানুয়ারি (হি.স) : বিষ্ণুপুর থানার কামারপুর এলাকায় বুধবার একটি মারুতি ভ্যানের সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক স্কুল শিক্ষিকা। দুর্ঘটনায় স্কুলপড়ুয়া ও গাড়ির চালক-সহ একাধিক জন আহত হয়েছেন। এক পুলিশ আধিকারিক জানান
দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকার মৃত্যু, আহত একাধিক


বাঁকুড়া, ৮ জানুয়ারি (হি.স) : বিষ্ণুপুর থানার কামারপুর এলাকায় বুধবার একটি মারুতি ভ্যানের সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক স্কুল শিক্ষিকা। দুর্ঘটনায় স্কুলপড়ুয়া ও গাড়ির চালক-সহ একাধিক জন আহত হয়েছেন।

এক পুলিশ আধিকারিক জানান , একটি মারুতি ভ্যানে করে শিক্ষিকা রুমা বিশ্বাস (৩০) সহ কয়েকজন পড়ুয়া বিষ্ণুপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক। আহতদের দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিক্ষিকা রুমা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande