মহিলাদের ওয়ানডেতে দ্রুততম ১০০০ রান রিচা ঘোষের
কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের বিশ্বকাপের ম্যাচে রিচা ঘোষ সর্বশেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ১০০০ রান পূর্ণ করেন। যদিও বাংলার এই ব্যাটসম্যান ৫০ ওভারের ফর্ম্যাটে চার অঙ্কের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: মহিলাদের ওয়ানডেতে দ্রুততম ১০০০ রানের মালিক হলেন রিচা ঘোষ


কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের বিশ্বকাপের ম্যাচে রিচা ঘোষ সর্বশেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ১০০০ রান পূর্ণ করেন।

যদিও বাংলার এই ব্যাটসম্যান ৫০ ওভারের ফর্ম্যাটে চার অঙ্কের মাইলফলক অতিক্রমকারী ১২তম ভারতীয়, তবুও তিনি দ্রুততম ভারতীয় এবং বল মোকাবিলার দিক থেকে (১০১০) তৃতীয় দ্রুততম মাইলফলক অর্জনকারী, কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার (৯১৭) এবং ইংল্যান্ডের ন্যাট সাইভার-ব্রান্ট (৯৪৩) এর পরে।

রিচা মাত্র ৪৬ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন, গড়ে মাত্র ৩০ এবং স্ট্রাইক রেট ১০১.১৬।

৪৭ রানে ছয় উইকেট নিয়ে ৫০ রানের ইতিবাচক উদ্বোধনী জুটি ভেঙে দেওয়ার পর, প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষক-ব্যাটসম্যান পঞ্চাশ রান করে ভারতের ইনিংস পুনরুজ্জীবিত করেন।

রিচা অমানজোত কৌর এবং স্নেহ রানার সাথে ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে ২৫১ রানের লক্ষ্যে নিয়ে যান। তিনি শতরান থেকে মাত্র ছয় রান দূরে থেকে ৭৭ বলে ৯৪ রান করেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande