দুর্গাপুরে মেডিক্যাল কলেজে অভয়া মঞ্চের ২৭ প্রতিনিধি
পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর (হি.স.): দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ‘নির্যাতিতা’ তরুণী এখন চিকিৎসাধীন। অভয়া মঞ্চের ২৭ প্রতিনিধি এবং কংগ্রেসের মহিলা প্রতিনিধি কলেজে গিয়ে প্রতিবাদ জানিয়েছে বলে রবিবার পুলিশ সূত্রে জানা গি
দুর্গাপুরে মেডিক্যাল কলেজে অভয়া মঞ্চের ২৭ প্রতিনিধি


পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর (হি.স.): দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ‘নির্যাতিতা’ তরুণী এখন চিকিৎসাধীন। অভয়া মঞ্চের ২৭ প্রতিনিধি এবং কংগ্রেসের মহিলা প্রতিনিধি কলেজে গিয়ে প্রতিবাদ জানিয়েছে বলে রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই নির্যাতনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল অপু বাউড়ি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। পুলিশ শেখ নাসিরউদ্দিন ওরফে সম্রাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মূল অভিযুক্ত সফিকুল শেখ এখনও পলাতক। প্রত্যেকেই বিজড়া বাউড়িপাড়া এবং ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। নির্যাতিতা তরুণী ভর্তি হাসপাতালে।

স্বাভাবিকভাবে এই ঘটনায় কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তেমন সহযোগিতা পাচ্ছেন না বলেই অভিযোগ নির্যাতিতার বাবার।

প্রসঙ্গত, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। কলেজের হস্টেলে থাকেন তিনি। গত ১০ অক্টোবর রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। জঙ্গল থেকে ওই বেসরকারি কলেজের দূরত্ব মাত্র ১ কিলোমিটার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande