হাইলাকান্দিতে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার উদ্বোধন
হাইলাকান্দি (অসম), ১২ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী কার্যক্রমের সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে লালা রাজ্যশ্বরপুরের থউগান মরুপ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাইলাকান্দিতে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার উদ্বোধন


হাইলাকান্দি (অসম), ১২ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী কার্যক্রমের সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে লালা রাজ্যশ্বরপুরের থউগান মরুপ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ২৬০ জন প্রগতিশীল কৃষকের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার গৌরব দত্ত ও অঙ্কিতা ছেত্রী, জেলা কৃষি আধিকারিক মনোজ কুমার বৈশ্য, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সাইন্টিস্ট যোগাস আরাদ্য এবং পঞ্চায়েত কর্মকর্তাগণ অংশ নেন।

উল্লেখ্য, কৃষক উৎপাদক সংস্থা, উন্নত জলসেচ ব্যবস্থা, কৃষকদের প্রত্যক্ষ সুবিধা সুনিশ্চিত, ডাল উৎপাদন সুনিশ্চিত করা, কৃষি উৎপাদন সামগ্রীর ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত পণ্যের সম্পূর্ণ মূল্য সুবিধা সুনিশ্চিত করা, কৃষি উৎপাদিত সামগ্রীর ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত ইত্যাদি সুবিধা বহুমুখী করতে এই প্রকল্প শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande