হাইলাকান্দি (অসম), ১২ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় সফররত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) বিপর্যয় মোকাবিলা করার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিপর্যয় মোকাবিলা করার কারিগরি সরঞ্জামগুলির সেফটি অডিট করতে শুক্র ও শনিবার জেলায় বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন কার্যসূচিতে অংশ নিয়েছে।
বাহিনীর একজন ডেপুটি কমান্ডেন্ড-এর নেতৃত্বে আগত এনডিআরএফ-এর প্রথম ব্যাটালিয়নের একদল জওয়ান শুক্রবার লালা কমিউনিটি হেলথ সেন্টার এবং আলগাপুর হাসপাতালে ফায়ার সেফটি অডিটে অংশ নেয়। এতে অগ্নিকাণ্ড প্রশমিত করার সরঞ্জামগুলি পরীক্ষা করে দেখেছেন তাঁরা। এছাড়া লাইফ সেভিং টেকনিক, ইমারজেন্সি রেসপন্স সিস্টেম পরীক্ষা করার পাশাপাশি হাসপাতালে দুর্যোগ মোকাবিলার সচেতনতামূলক নানা পদক্ষেপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। বাহিনীর জওয়ানরা জেলার বন্যাপ্রবণ নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ড, তসলা বাঁধ, ওয়াঙখাইলঙখাই বাঁধ, সুদর্শনপুর দ্বিতীয় খণ্ড এলাকা পরিদর্শন করেন এবং জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন।
পরিদর্শনকালে বন্যার মতো বিপর্যয় থেকে সহায়-সম্পত্তি বাঁচানোর জন্য বিভিন্ন পরামর্শ বাহিনীর জওয়ানরা তুলে ধরেন। শনিবার বাহিনীর জওয়ানরা কাটলিছড়া হাসপাতালে সেফটি অডিটে অংশ নেন এবং বিপর্যয় মোকাবিলা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন টিপস দেন।
এদিন হাসপাতালে বাহিনীর জওয়ানরা এক সচেতনতা শিবিরে অংশ নেন। তাছাড়া বাহিনীর জওয়ানরা কাটলিছড়া রাজস্ব সার্কলের অধীন ভূমিধস-প্রবণ এলাকাগুলো পরিদর্শন করে এলাকার জনসাধারণের সঙ্গে কথাবার্তাও বলেন। পরিদর্শনকালে ধস-প্রবণতার আগাম সংকেত ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা সহ বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নিতে তাঁরা পরামর্শ দিয়েছেন জনসাধারণকে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস