পণ্যবাহী লোডিঙে ৩.৫ শতাংশ বৃদ্ধি অর্জন এনএফ রেলের
গুয়াহাটি, ১২ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গ্রাহকদের সেবা প্রদান এবং গ্রাহকদের কাছে প্রয়োজনীয় পণ্য দ্রুত পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করে চলেছে। চলতি আর্থিক বছরের সেপ্টেম্বর পর্যন্ত জোনটি সফলভাবে ৫.৫৫৭ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছ
এনএফআর_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১২ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গ্রাহকদের সেবা প্রদান এবং গ্রাহকদের কাছে প্রয়োজনীয় পণ্য দ্রুত পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করে চলেছে। চলতি আর্থিক বছরের সেপ্টেম্বর পর্যন্ত জোনটি সফলভাবে ৫.৫৫৭ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে, যা পূর্ববর্তী আর্থিক বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ রবিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, গত সেপ্টেম্বরে বেশ কয়েকটি পণ্যের লোডিং গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিমেন্ট লোডিং ৪৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, কয়লা লোডিং ১৩৩.৩ শতাংশ, কন্টেইনার লোডিং ২১.৪ শতাংশ এবং পিওএল লোডিং ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, অন্যান্য ক্ষেত্রে স্টোন চিপস আগের আর্থিক বছরের তুলনায় ১০০ শতাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মালবাহী লোডিঙের ধারাবাহিক বৃদ্ধি এই অঞ্চলে ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যকলাপকে প্রতিফলিত করে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা কেবল অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপটকে শক্তিশালী করেনি বরং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ভবিষ্যতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিষেবার নির্ভরযোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা পণ্য পরিবহণে স্থায়ী বৃদ্ধি নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande